আজ রুটি পড়ে থাকলেও, বেঁচে নেই সেই অভিবাসী শ্রমিকেরা

শেয়ার করুন         ৮ই মে, শুক্রবার সকালে মহারাষ্ট্রের আওরঙ্গবাদ শহরে ট্রেনের নিচে চাপা পড়ে প্রাণ হারায় ১৬ জন অভিবাসী কর্মী। তারা লকডাউনের কারণে মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশের গ্রামাঞ্চলে নিজ-নিজ ঘরে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। যেই রুটি ও রোজির কারণে গ্রাম ছেড়ে এতদূর এসেছিলেন, সেই রুটি আজ ট্র্যাকে পড়ে থাকলেও, বেঁচে নেই ২০ জনের মধ্যে ১৬ জন অভাগা অভিবাসী শ্রমিক। গ্রামে ফিরে যাওয়ার ট্রেনটি ধরতে ১৫০ কি.মি. পথ পাড়ি দিতে হবে। তাই রেলপথ ধরে হাঁটা শুরু করেন এবং ৪৫ কি.মি. পথ পাড়ি দেয়া শেষে ক্লান্তির কারণে সেখানে ঘুমিয়ে পড়েন। ভোর ৫.১৫ টায় জলনা ও … Continue reading আজ রুটি পড়ে থাকলেও, বেঁচে নেই সেই অভিবাসী শ্রমিকেরা